আপনার তথ্য, আপনার নিয়ন্ত্রণে!
Learn With Expert-এ আপনি শুধু শিখতে আসেন না – আপনি আমাদের উপর ভরসা করেও আসেন।
আর সেই ভরসা আমরা মন থেকে রক্ষা করতে চাই।
এই পেজে আমরা জানাবো, আপনার কোন তথ্য আমরা নেই, কীভাবে নেই, এবং সেটা আমরা কীভাবে ব্যবহার করি।
- আমরা কী কী তথ্য নেই?
আমরা নিচের কিছু তথ্য সংগ্রহ করতে পারিঃ- আপনার নাম
- ইমেইল ঠিকানা
- ফোন নম্বর (যদি দিন)
- আপনি কোন কোর্স/ই-বুক দেখেছেন বা কিনেছেন
- পেমেন্ট সংক্রান্ত তথ্য (সিকিউর প্রসেসের মাধ্যমে)
দুশ্চিন্তা করবেন না, পেমেন্ট তথ্য আমরা নিজেরা সংরক্ষণ করি না। সবকিছু নিরাপদ গেটওয়ের মাধ্যমে হয়।
- এই তথ্য আমরা কীভাবে ব্যবহার করি?
আপনার সুবিধা ও অভিজ্ঞতা আরও ভালো করতে, যেমনঃ- আপনার প্রোফাইল কাস্টমাইজ করতে
- কোর্স বা ই-বুক সাজেস্ট করতে
- গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা অফার জানাতে
- আপনার প্রশ্ন বা সমস্যার সমাধান দিতে
আপনার তথ্য কখনোই আমরা বিক্রি করি না, শেয়ারও করি না তৃতীয় কোনো প্রতিষ্ঠানের সাথে।
- আমরা কীভাবে তথ্য সুরক্ষিত রাখি?
আমরা ব্যবহার করিঃ- SSL এনক্রিপশন
- নিরাপদ সার্ভার
- কন্ট্রোলড অ্যাক্সেস সিস্টেম
আপনার তথ্য যেন ভুল হাতে না পড়ে – সেটাই আমাদের প্রথম অঙ্গীকার।
- কুকি (Cookies) ব্যবহার করি?
হ্যাঁ, তবে খুবই সীমিতভাবে। Cookies আমাদের সাহায্য করে বুঝতে – কোন পেজ আপনার ভালো লেগেছে বা কোন ফিচার আপনি বেশি ব্যবহার করছেন।
আপনি চাইলে নিজের ব্রাউজার থেকে কুকি ডিজেবল করতে পারেন।
- বাচ্চাদের নিরাপত্তা
আমাদের সাইট মূলত ১৩ বছর বা তার বেশি বয়সীদের জন্য। আমরা ইচ্ছাকৃতভাবে শিশুদের থেকে তথ্য সংগ্রহ করি না। - নীতিমালার আপডেট
আমরা সময়ে সময়ে এই নীতিমালা আপডেট করতে পারি। যেকোনো বড় পরিবর্তনের আগে আমরা আপনাকে ইমেইলে বা ওয়েবসাইটে জানিয়ে দিব। - যোগাযোগ করুন
আপনার গোপনীয়তা নিয়ে কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।- ইমেইলঃ support@learnwithexpert.shop
- ফোনঃ +88 01887184328
Learn With Expert-এ আপনি শুধু শিখছেন না – নিজের তথ্যও দিচ্ছেন বিশ্বাস রেখে।
আমরা সেই বিশ্বাসের সম্মান করি!