Learn With Expert-এ আপনাকে আন্তরিক স্বাগতম!
আপনি যদি আমাদের ই-লার্নিং জগতে পা রাখেন, তাহলে নিচের কিছু ছোট্ট শর্ত আপনার জন্য জানা জরুরি। আমরা কোনো কঠিন ভাষা ব্যবহার করবো না – শুধু বন্ধুর মতো কিছু নিয়ম মেনে চলার অনুরোধ।
আমাদের সেবা কী?
আমরা দিচ্ছি ই-বুক এবং কোর্স – যা আপনি শিখতে পারবেন নিজের সময়ে, নিজের গতিতে।
সবকিছু ১০০% ডিজিটাল, সহজে পাওয়া যায়, আর সবার জন্য বানানো।
অ্যাকাউন্ট খুলে শুরু করুন
শুরু করতে চাইলে একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন।
সঠিক তথ্য দিন, আর নিজের তথ্য গোপন রাখুন – নিরাপত্তা সবার আগে!
কনটেন্ট কার?
ওয়েবসাইটে যেসব কোর্স, ই-বুক, বা ভিডিও পাবেন – তার স্বত্বাধিকারী আমরা অথবা সংশ্লিষ্ট লেখক।
আপনি শিখুন মন খুলে, কিন্তু কপি-পেস্ট বা অন্য কোথাও শেয়ার করা চলবে না।
পেমেন্ট নিয়ে কিছু কথা
পেমেন্ট একবার হলে তা সাধারণত ফেরতযোগ্য নয়।
তবে যদি কনটেন্ট ডেলিভারি বা এক্সেস নিয়ে কোনো সমস্যা হয়, আমরা পাশে আছি – যোগাযোগ করুন।
কিছু কাজ একদমই নয়
আমাদের সাইটে কেউ যেন হয়রানি, স্প্যামিং বা বাজে মন্তব্য না করে।
শান্তিপূর্ণ শেখার পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য।
বাইরের লিংক
কখনো আপনি অন্য কোনো সাইটে চলে যেতে পারেন (যেমনঃ পেমেন্ট গেটওয়ে)।
সেসব সাইটের নিয়ম বা নিরাপত্তার জন্য আমরা দায়ী নই।
নিয়ম বদলাতেও পারে
সময় অনুযায়ী নিয়ম একটু-আধটু বদলাতে পারে।
আপনি ওয়েবসাইট ব্যবহার করলেই ধরে নেব, আপনি আমাদের আপডেটেড শর্তাবলী মেনে নিচ্ছেন।
কথা বলতে চান?
আপনার প্রশ্ন বা ঝামেলা থাকলে সরাসরি কথা বলুন!
আমরা শুধু একটা ওয়েবসাইট না – শেখার একজন বন্ধু।
- ইমেইল: support@learnwithexpert.shop
- ফোন: +88 01887184328
চলুন শিখি, জানি, এগিয়ে যাই Learn With Expert-এর সাথে।